lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-28T11:44:00Z
জাতীয়

রাষ্ট্রীয় নির্দেশনা থাকলেও ঈদে মিলাদুন্নবী' তে কয়েকটি বিদ্যালয়ে হয় নি জাতীয় পতাকা উত্তোলন

Advertisement


আলমগীর হুসাইন অর্থ:- 



ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার বাধ্যবাধকতা থাকলেও বেড়া উপজেলার কয়েকটি উচ্চ বিদ্যালয়ে তা উপেক্ষিত। যেকারণে বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।


২০২৩ সালের ২৬ শে এপ্রিল ( বুধবার) মহামান্য  রাষ্ট্রপতি কতৃক প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় পতাকা বিধিমালা -১৯৭২ সংশোধন পুর্বক প্রজ্ঞাপণ জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। 


এতে স্পষ্ট উল্লেখ থাকে যে ঈদে মিলাদুন্নবী, ঐতিহাসিক ০৭ই মার্চ, ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ই ডিসেম্বর বিজয়  দিবসে দেশের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। 


জানা যায়, খানপুড়া উচ্চ বিদ্যালয়,  মাশুমদিয়া ভবানীপুর  উচ্চ বিদ্যালয়, ফকিরকান্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে উত্তোলিত হয় নি জাতীয় পতাকা,  পালিত হয় নি ঈদে মিলাদুন্নবী। এতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। তাদের দাবি, হযরত মোহাম্মদ (স:) এর জন্মদিনে রাষ্ট্রীয় নির্দেশনা থাকা সত্তেও পতাকা উত্তোলন না করা রাষ্ট্রীয় আইন অবমাননার শামিল। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা'র  দৃষ্টি আকর্ষণ করেন অত্র এলাকার নবী ভক্ত মানুষ।


এ বিষয়ে জানতে চাইলে খানপুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কদ্দুস মৃধা বলেন,  বিষয়টি আমার জানা ছিল না।  তবে মাশুমদিয়া ভবানীপুর  উচ্চ বিদ্যালয় ও ফকিরকান্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতামত জানতে বিদ্যালয়ে গেলেও তাদের পাওয়া যায় নি।


এ বিষয়ে বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, আমি বিষয় টি দেখছি।