Advertisement
মোঃ মোরসালিন নিজস্ব প্রতিবেদক:
খাদেমুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্যামগঞ্জ বাজার গোহালাকান্দা ঈদগাহের মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছে।১০জন বিশেষজ্ঞ ডাক্তার ধারাএই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। তার মধ্যে ছিলেন, ডাক্তার : হাফেজ এম সুলাইমান খান , নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , ডাক্তার: মুকুলিকা পাল , গাইনি, গর্ভবতী প্রাসুতী ও স্ত্রী রোগের চিকিৎসক, ডাক্তার: মোঃ রুহুল আমিন রাফিন, মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, ডাক্তার: জুবাইর জার্জিস, পেইন মেডিসিন ব্যাথা চিকিৎসক , ডাক্তার: মোঃ খালিদ সাইফুল্লাহ, মেডিসিন শ্বাসকষ্ট হাড় ও চর্ম যৌন চিকিৎসক, ডাক্তার: মাসুদ রায়হান, ডায়াবেটিস মা ও শিশু বক্ষব্যাধি , ডাক্তার: মোঃ এসএম মোশাররফ , চক্ষু বিশেষজ্ঞ, মোঃ মারুফ বিল্লাহ ডেন্টিস্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা এ কে এম জয়নুল আবেদীন, শ্যামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ বণিক, শ্যামগঞ্জ বাজার নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান মুকুল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক স্মরণ বণিক সন্টি, বিশিষ্ট ব্যবসায়ী সাজু সরকার, জাতীয় পার্টির রাজনৈতিক ব্যক্তি কেরামত আলী , রাজনৈতিক ব্যক্তি আব্দুর রশিদ, ওমর ফারুক ফুলমিয়া, জারিয়া জনতা ব্যাংকের ম্যানেজার মুসা আল সাবির, কাজলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান , শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী মুজিবুর রহমান মানিক, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, গোহালাকান্দা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির,
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, হতদরিদ্র রোগীদের মধ্যে মেডিসিন বিনামূল্যে প্রদান করেন পপুলার ওষুধ কোম্পানির প্রতিনিধি সঞ্জীব সাহা পার্থ।


