lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-25T14:30:15Z
আইন ও অপরাধ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাড়ানো হচ্ছে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট

Advertisement


আলী রেজা রাজু,ঢাকা: 


সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কালশীর একটি রেস্টুরেন্টে র‍্যাবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহমান বলেন, আসন্ন 


নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলো তাদের শান্তিপূর্ন কর্মকান্ড বৃদ্ধি করেছে। এ কর্মকান্ডকে  সামনে রেখে যদি কোন  অপশক্তি,নাশকতা,বিশৃঙ্খলা, ও জনগনের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করার চেষ্টা না করতে পারে সে জন্য আমাদের এই বিশেষ টহল ও চেকপোস্ট  জোরদার করা হচ্ছে। 


র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতেই সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলসহ মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সামাজিক অপরাধ তথা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি ও সংঘবদ্ধ সাইবার অপরাধীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। নিয়মিত অভিযানের পাশাপাশি র‍্যাব সবসময় দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করে থাকে। এক্ষেত্রে ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে। এছাড়া জাতীয় দুর্যোগ ও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।


আপনারা সকলে জানেন যে, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার একটি সম্ভাবনা থাকে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে র‍্যাব-৪ সহ দেশের সকল ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং একই সাথে কিশোর গ্যাং দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় র‍্যাব স্পেশাল। ফোর্স টিম, র‍্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যেকোনো গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। পরিশেষে র‍্যাব কর্তৃক যে কোনো মূল্যে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করা হবে।