lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-14T11:58:56Z
আইন ও অপরাধ

ঝিকরগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

Advertisement

জহিরুল ইসলাম,যশোর সংবাদদাতা 

যশোরের ঝিকরগাছা উপজেলায় শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে স্বামী আব্দুস সালাম পাটালি (৬২) লাঠির আঘাতে দুই সন্তানের জননী স্ত্রী জবেদা খাতুন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আব্দুস সালাম পাঠালিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর  ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১ টার সময় নিহতের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টার সময় দোসতিনা গ্রামের মৃত ওয়াদুদ পাটালির ছেলে আব্দুস সালাম পাটালি (৬২) স্ত্রী দুই সন্তানের জননী জবেদা খাতুন (৫৫) পার্শ্ববর্তী গ্রাম জামালপুরে ডাক্তার দেখাতে যান। এ্যজমা রোগী জবেদা খাতুন পল্লী চিকিৎসক ইজানুরের নিকট হতে বাকিতে ঔষধ নিয়ে বাড়ি আসেন। তিনি স্বামীর কাছে ঔষধের টাকা চাইলে তার স্বামী (আব্দুস সালাম) রেগে গিয়ে তার হাতে থাকা ডুমুরের ডাল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং নিহতের স্বামী আব্দুস সালাম পাঠালিকে আটক করে থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামি আব্দুস সালাম পাটালিকে আটক করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে আদালতে প্রেরণ করা হবে।