lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-19T12:35:21Z
আইন ও অপরাধ

বাঘায় স্কুল ছাত্রী নিখোঁজের ৯ দিন

Advertisement

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় নিখোঁজের ৯ দিনেও উদ্ধার হয়নি জোতকাদিরপুর গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রী। এ ঘটনায় বাঘা থানায় নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়,সোবার(১০জুলাই)কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী বাড়ী থেকে নিখোঁজ হয়।বিভিন্ন জায়গায়  আত্বীয়-স্বজন বাড়ীতে খোঁজে করতে থাকে।পরে দুপুর আড়াটার দিকে জানতে পারে দিয়াড়কাদিরপুর গ্রামের নাজিম আলীর ছেলে সোহেলসহ ৪/৫ জন মিলে মেয়েটি অপহরণ করে নিয়ে যায়।গত ৯ দিনেও ওই স্কুল ছাত্রীর কোন সন্ধান মেলেনি।

মেয়ের পিতা জানান,গত ৯ ছয় দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ।জানিনা আমার মেয়ে বেঁচে আছে, না মরে গেছে।আমার বড় ভয় হচ্ছে পার্শ্ববর্তী  ইন্ডিয়াতে পাচার করে দিয়েছে কি না! আমি আমার মেয়েকে ফিরে চায়।

এ ব্যাপারে বাঘা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন,বিষয়টি প্রেম ঘটিত। মেয়ের পিতা অভিযোগ দিয়েছে মামলা এখনও এন্ট্রি করা হয়নি তবে মেয়েটি উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।