lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-18T10:16:52Z
সড়ক দুর্ঘটনা

সালথায় সড়ক দূর্ঘটনায় আহত-৪

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় মাহিন্দ্র ও অটোভ্যান সংঘর্ষে ৪জন আহত হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বড়ই তলা মোড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের বাদশা খালাসীর ছেলে ইয়াদ আলী (৩০), চাঁদপুর গ্রামের ইদ্রিস খানের ছেলে লিটন খান (২২) একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সুমন খান (২০) এবং গট্টি ইউনিয়নের দোহার গট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের স্ত্রী শিল্পী বেগম (২৩)। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার  দিকে গট্টি ইউনিয়নের বলিয়া গট্টি বড়ই তলা মোড় এলাকায় ফরিদপুর গামী পাকা রাস্তার উপর রাস্তার বাম পাশে একটা অটো দাড়ানো অবস্থায় ছিলো এবং পিছনে থাকা অটো ভ্যান দাঁড়ানো অটোকে অভারটেক করছিল এমন সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সালথা গামী মাহেন্দ্র অটো ভ্যানকে ধাক্কা দেয় ফলে ভ্যানটি দাঁড়িয়ে থাকা অটোর সাথে সংঘর্ষ হয়ে সর্বমোট ০৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ইয়াদ আলী, লিটন খান ও সুমন খানকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং শিল্পী বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  এ সময় ঘটনা স্থল থেকে মাহিন্দ্র চালক পালিয়ে যায়।