Advertisement
আবু বকর সিদ্দিক (জীবননগর প্রতিনিধি):
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার উকতো গ্রামের মাঝপাড়ায় বালুভর্তি ট্রাক্টারের ধাক্কায় ৪ বছরের শিশু লামিম এর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ ই জুন)সকাল ৮ টার দিকে সদর উপজেলার উকতো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামিম একই গ্রামের ইসরাফিল হোসেন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু লামিম আজ সকাল ৮ টার দিকে রাস্তার উপর খেলা করতেছিলো।এ সময় ওপর দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর এসে শিশু লামিম লে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান শিশু লামিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি আরো বলেন,ট্রাক্টর চালককে ধরতে পুলিশের অভিযান চলছে।