lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T14:07:44Z
রাজনীতি

লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক

Advertisement

নাটোর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়ায় উঠান বৈঠক করেছে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার ৮নং দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

দুড়দুড়ীয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হেসেন তোফার সভাপতিত্বে ও  মাহামুদুর রহমান পলাশ এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম.মাহমুদুল হক মুকুল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি  এসকেন্দার মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,বিলমাড়ীয় ইউনিয়নের চেয়ারম্যান (সাবেক) মিজানুর রহমান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রোকোনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান ফজলুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের   সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের মাঝে তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচেন শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এর আগে সাংসদ ভেল্লাবাড়ীয়া ঐতিহ্যবাহী মাজার মসজিদের গেট র্নিমান কাজের শুভ উদ্বোধন করেন।