Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনার বেড়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য হামলা করে মারধর করে একদল সন্ত্রাসী। এঘটনায় বেড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী হাকিম শেখ। স্থানীয় কয়েকটি গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে ঘটনা মিমাংসা করতে ব্যবসায়ী হাকিম শেখ কে চাপ প্রদানের অভিযোগ উঠেছে বেড়া ও কাশিনাথপুরের কিছু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তবে মিমাংসার জন্য চাপ দেওয়া বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি জোরপূর্বক নয় অপ্রীতিকর ঘটনা এড়াতে মিমাংসা চেষ্টা করা হয়েছে, কোন পক্ষ না মানলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
এদিকে অভিযোগ প্রদানের ১ সপ্তাহ অতিবাহিত হলেও আইনগত ব্যবস্থা গ্রহন না করায় বেড়া মডেল থানা পুলিশের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী হাকিম শেখ।
নাকালিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের আইনগত ব্যবস্থা না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এই সন্ত্রাসী বাহিনী। অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।