lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T14:01:31Z
জেলার সংবাদ

শাজাহানপুরে বাবার মানৎ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে

Advertisement

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার  শাজাহানপুরে হাতির পিঠে চড়ে এক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মৃত বাবার ওয়াদা পূরণ করতেই এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন বলে জানিয়েছেন স্বজনেরা। এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনে এলাকার মানুষের মাঝে চরম কৌতুহল বিরাজ করেছে।

শুক্রবার (১৬ জুন )  বেলা সাড়ে ৩টার দিকে হাতির পিঠে চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শত শত উৎসুক জনতার উদ্যেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বর আজিজুল হক।

উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দারিকামারিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আজিজুল হকের (২৭) সাথে একই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আকতার শাম্মীর এই বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, বরের বাবা আফজাল হোসেনের কোন ছেলে সন্তান ছিল না। পরপর ৪টি মেয়ে সন্তান হওয়ার পর ৫ম বার তার স্ত্রী গর্ভবতী হলে তিনি মানৎ করেন যদি এই বার ছেলে সন্তান হয় তাহলে তিনি তার ছেলেকে উপযুক্ত বয়সে হাতির পিঠের চড়ে বিয়ে করাবেন। কিন্তু আফজাল হোসেন বেচে থাকাকালিন তার এই মানৎ পূরণ হয়নি। ৪ বছর আগে তিনি মারা যান। অবশেষে বাবার মানৎ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ে করেন ছেলে আজিজুল হক।