Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারে আগামীকাল শনিবার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফরে আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ নেতারা। শনিবার সকাল ১১টার দিকে শহরের বেরীরপাড় এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভার মাধ্যমে পদযাত্রাটি শেষ হবে বলে সংগঠনটির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে। পরে দুপুর ১টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্ত¡রে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গলের মতবিনিময় সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হবে।
এ ব্যাপারে এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্নের পথে। শুক্রবার (২৫ জুলাই) রাতে মঞ্চ তৈরি করা হবে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে আমরা মৌলভীবাজারের বেরীরপাড় পয়েন্ট থেকে জুলাই পদযাত্রা শুরু করে আমরা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভায় অংশ নেবো। পথসভা শেষে আমরা দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্ত¡রে মতবিনিময় সভা করে মৌলভীবাজার জেলার দেশ গড়তে জুলাই পদযাত্রা সম্পন্ন করবো। আশা করছি জেলা সদরের পদযাত্রায় আনুমানিক ২০ সহস্রাধিক মানুষের সমাগম হবে।’