lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T11:59:35Z
জেলার সংবাদ

পটুয়াখালীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলো দপ্তরী

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলের মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

সূত্র জানায়, বৃহস্পতিবার(১৫ জুন) ফয়েজ স্কুলে গিয়ে একটি গাছে ওঠে। এ অপরাধে ফয়জকে গাছ থেকে নামিয়ে বেধড়ক কিল, ঘুষি, লাথি মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ওই দপ্তরী। এ ঘটনার পর সারাদিন বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয় ফয়েজকে। বিকালে স্থানীয় একটি ফার্মেসী থেকে কয়েকটি বিষব্যাথার বড়ি কিনে দিয়ে ফয়েজকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে ফয়েজ এ ঘটনা বাবা মায়ের কাছে জানায়। মারধরের কারনে ফয়েজের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে হাটতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে। পরে ওইদিন রাত ৯ টায় ফয়েজকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ফয়েজের বোন রোজিনা বেগম বলেন, আমার ভাইকে নির্মমভাবে মারধর করে আটকে রাখে রফিক। আমি এ ঘটনার বিচার চাই। 

এদিকে অভিযুক্ত রফিক এ অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ প্রকাশকে বলেন, স্কুলে এসে উঁচু একটি গাছে উঠেছে ফয়েজ। সে গাছ থেকে পড়ে গেলে মারাত্মক দুর্ঘটনার শিকার হতো। আমি বকাঝকা করে গাছ থেকে নামিয়ে সামান্য একটা থাপ্পর দিয়েছি। একটু শাসন করেছি। যেন দুষ্টুমি না করে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।