lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T12:09:31Z
আইন ও অপরাধ

মনপুরায় বিকাশ প্রতারিত ৩৫ হাজার টাকা উদ্ধার

Advertisement

আহসান বরিশাল ব্যুরো 

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, জনাব মোঃ জহিরুল ইসলাম,অফিসারস ইনচার্জ, মনপুরা থানা ভোলার নেতৃত্বে, জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায়  বিকাশ প্রতারিত ৩৫,০৫০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী রুমা (২০), এর  অভিযোগের প্রেক্ষিতে সর্ব মোট ৩৫,০৫০/- টাকা তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার পূর্বক অদ্য ১৬ জুন ২০২৩ তারিখ শুক্রবার  সকালে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অফিসারস ইনচার্জ,(ওসি) মোঃ জহিরুল ইসলাম,মনপুরা থানা, ভোলা।

এ সময় বিকাশে চলে যাওয়া টাকা ভুক্তভোগী ফেরত পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও  মনপুরা থানা  ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।