lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T11:54:54Z
জেলার সংবাদ

শাজাহানপুর থেকে অপহৃত স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

Advertisement

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুরে নবম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অভিযুক্ত রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি দক্ষিণপাড়ার আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে র‍্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভারের যৌথ অভিযানে সাভার থানা এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

এর আগে গত ১৮ মে বৃহস্পতিবার অভিযুক্ত রবিউল বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, অপহৃত স্কুলছাত্রী শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি এলাকায় নবম শ্রেনিতে পড়ে। গত ১৮ মে বৃহস্পতিবার রবিউল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এরপর ২৩ মে মঙ্গলবার অপহৃত স্কুলছাত্রীর বাবা শাজাহানপুর থানায় রবিউলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন র‍্যাবের বিভিন্ন টিম ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার সাভার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার আসামি রবিউলকে গ্রেপ্তার করে র‍্যাব।