lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-15T14:37:37Z
রাজনীতি

পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি দিয়ে দুমকী উপজেলার পরিবর্তন চাই: এস এম প্রিন্স

Advertisement

ঐতিহ্য, সংগ্রাম, স্বাধীনতা ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার  সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম ইউনিট হলো দুমকী উপজেলা ছাত্রলীগ। এই ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স যার সাংগঠনিক দক্ষতা ও ক্লীন ইমেজ দিয়ে ইতিমধ্যে পরিছন্ন ছাত্র  রাজনীতিতে সারা ফেলেছে।

পটুয়াখালী জেলার সমসাময়িক ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রকাশ কথা বলেছে এই ছাত্রনেতার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম।

প্রিন্স: আমরা ছাত্রসংগঠন করি, আমাদের সমালোচনা আপনারা করবেন। আমরা সেই সমালোচনা খণ্ডন করে নিজেদের ভুল-ত্রুটি শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই আমাদের দুমকী উপজেলা ছাত্রলীগ। 

বাংলাদেশ প্রকাশ: দুমকী উপজেলা ছাত্রলীগ নিয়ে আপনার স্বপ্ন কী? 

প্রিন্স: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে পরিচালিত হচ্ছে, তেমনি করে আগামী দিনে যেন দুমকী উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী এই আদর্শ মনে ধারণ ও লালন করে। তারা যেন মেধা, মনন, দক্ষতা কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করে দেশকে পরিবর্তন করতে পারে। জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তারা যেন দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করতে পারে। 

বাংলাদেশ প্রকাশঃ একদিকে দুমকী উপজেলায় দুটি ইউপিতে নির্বাচনের আয়োজন। অন্যদিকে সামনে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে এ সময়ে দুমকী উপজেলা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে অত্র উপজেলায় কেমন নেতৃত্ব আশা করেন? 

প্রিন্সঃ আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের লক্ষ্যে দুমকী উপজেলা থেকে তৃণমূল আওয়ামী লীগের পাঠানো তালিকা এবং 

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক শেখ হাসিনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী সুনিশ্চিত করার লক্ষ্যে আপ্রাণ যে কাজ করবে তাকে দরকার। মূলত যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন ও ধারণকরে, প্রকৃত আওয়ামী পরিবারের সন্তান, নেশা-মাদক মুক্ত, সাংগঠনিক দক্ষতা আছে এমন মেধাবী ছাত্রকেই দুমকী উপজেলা ছাত্রলীগের সর্বোচ্চ পদে আশা করে এখানকার সর্বস্তরের নেতাকর্মীরা । 

বাংলাদেশ প্রকাশঃ একজন সুশিক্ষিত, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আপনি কি উক্ত সম্মেলনে কোন প্রার্থী হবেন? কেন প্রার্থী হতে চান? 

প্রিন্সঃ জ্বি, হ্যাঁ। আমি দুমকী উপজেলা ছাত্রলীগের সর্বোচ্চ পদের জন্য সিভি জমা দেব। সবচেয়ে বড় কথা হল আমার রাজনৈতিক জীবনের রাজপথের পরিশ্রম, ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে আমাকে যে দায়িত্ব আমার নেতা আমাকে প্রদান করবে আমি সদা প্রস্তুত ভাবে ইনশাআল্লাহ সে দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে দলকে সুসংগঠিত ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরি করার সারথী হবো। আর আইসিটি বিপ্লবে যে ধরনের প্রস্তুতি দরকার সেভাবে আমার ইউনিটকে আমি প্রস্তুত করবো। আমি পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি দিয়ে দুমকী উপজেলার পরিবর্তন চাই। 

বাংলাদেশ প্রকাশঃ আপনাকে কেন জেলা ছাত্রলীগ ও দলের নেতা কর্মীরা অন্যদের থেকে বেশি প্রাধান্য দিতে পারে বা দিবে? 

প্রিন্সঃ যেহেতু আমি শৈশব থেকেই আমার পিতার মুখে বঙ্গবন্ধুর জীবনী ও জয় বাংলার ডাক শুনতে শুনতে বড় হয়ে রাজপথে এসেছি এবং শেখ হাসিনা ও আওয়ামীলীগকে ভালোবেসে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজপথে থেকে মিছিল, মিটিংসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি। আমাকে যথাযথ মূল্যায়ন করলে আশা করি দুমকী উপজেলা শাখার কর্মীদের কাছেও পছন্দের হবো। কারণ আমি নিজে যেমন কোন মাদকের সাথে জড়িত নই, তেমনি কোন মাদকাসক্তদের আমি আশ্রয়-প্রশ্রয় দেই না।