Advertisement
মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
আগামী ১৭ই জুলাই দুমকী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নের ৩ জন ও লেবুখালী ইউনিয়নে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
শ্রীরামপুর ইউনিয়নে বাংলাদেশ আ'লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ'লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আ'লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব আজহার আলী মৃধা ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।
লেবুখালী ইউনিয়নে বাংলাদেশ আ'লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, আ'লীগ সদ্য পদত্যাগকৃত নেতা দেলোয়ার হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল, জলিলুর রহমান তালুকদার ও জহিরুল ইসলাম মনোনয়ন ফরম দাখিল করেছেন।