lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-17T14:37:35Z
জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন এ - প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ জুন শনিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ইফতেখায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, সিভিল সার্জন কার্যালয়ের হেলথ এডুকেশন অফিসার আব্দুল হান্নান প্রমুখ।  কর্মশালায় জানানো হয় আগামী ১৮ জুন ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ২০ হাজার ৮শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৩শ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৯৪ হাজার ৫শ জন।