Advertisement
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে মহানগরের চন্দনা চৌরাস্তা ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, বাসন থানায় ২০১৮ সালে দায়েরকৃত বিশেষ একটি মামলায় আতাউরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, যা বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির বলেন, আতাউর রহমান গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক।
বুধবার এক প্রেস বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জানান, অসত্য ও বানোয়াট মামলায় আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছেন।