lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
Last Updated 2023-06-22T10:43:54Z
সড়ক দুর্ঘটনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৬

Advertisement

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় শাহিদুর রহমান নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর গ্রামের দেলবর ফকিরের ছেলে শাহিদুর রহমান। আহতরা হলেন, নায়েক মোঃ জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোঃ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী, সিপাহী সংগ্রাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক (চট্টমেট্টো-শ-১১-৩৩০৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক শাহিদুর রহমান নিহত হন এবং ৬ জন বিজিবি সদস্য আহত হন। আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় চালক মোঃ ইয়াসিন (৩০) ও তার সহকারী আলীকে আটক করা হয়েছে। ড্রাম্প ট্রাক জব্দ করা হয়েছে। 

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।