lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-17T14:16:50Z
জেলার সংবাদ

পাইকগাছায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Advertisement

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস) এর পাইকগাছা শাখার আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন (বিএমএসএস) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান।

এসময় আরো বক্তব্য রাখেন জি এম আসলাম হোসেন, মোঃ আব্দুল মজিদ, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, আসাদুল ইসলাম আসাদ, মানছুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ, আবু ইসহাক, শাহ জামান বাদশা, শাহরিয়ার কবির, রিয়াজুল আকবার লিংকন, মোঃ খোরশেদ আলম, শাফিয়ার রহমান, ফারুক হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যার সাথে জড়িত চেয়ারম্যানসহ সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার আবেদন জনান।