lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-17T04:07:30Z
আইন ও অপরাধ

সাভারে নিহত এনজিও কর্মী রেজাউল করিমের লাশ দাফন

Advertisement

মোঃ গোলাম রাব্বি ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 

ঢাকার সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে হামলায় নিহত এনজিও কর্মী রেজাউল করিমের (৫০) লাশ দাফন করা হয়েছে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে রেজাউলের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।নিহত রেজাউল করিম ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।তিনি ঢাকার সাভারে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।এর আগে সন্ধ্যায় তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েন নিহতের স্ত্রী-সন্তানেরা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,গত বুধবার বিকেলে সাভারের ভাওয়ালীপাড়ার শাহিন নামের এক ঋণ গ্রহীতার নিকট থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে যান এনজিও কর্মী রেজাউল।এসময় টাকা চাইতে গেলে রেজাউল করিমের সঙ্গে ওই ঋণ গ্রহীতার কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে রেজাউল করিমকে মারধর করতে থাকেন ঋণ গ্রহীতা শাহিন। মারপিটের এক পর্যায়ে ঘটনাস্থলেই তাঁর  মৃত্যু হয়। এ সময় তাঁর পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন।খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে কাওসার আহমেদ শাওন   জানান, ঋণের টাকা সংগ্রহ করতে গিয়ে তাঁর পিতা হত্যাকান্ডের শিকার হয়েছেন। এঘটনায় তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। শাওন তাঁর পিতার হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।