Advertisement
আহসান,বরিশাল ব্যুরো
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায়ে ভোলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ইসির বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীকে নিয়ে যে মন্তব্য করেছেন তার নিন্দা জ্ঞাপন করে ইসির পদত্যাগের দাবি জানায়। ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা।
১৬ জুন শুক্রবার জুম্মার নামাজের পর, ভোলার নতুন বাজারে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলার নতুন বাজার সংলগ্ন স্থানে এসে শেষ হয়।