lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ জুন, ২০২৩
Last Updated 2023-06-21T11:12:46Z
অপরাধ

আমিনপুর থানাধীন নাটিয়াবাড়ী নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা খুন

Advertisement

আলমগীর হুসাইন অর্থ:

নিজ বাড়ীতে সন্ধ্যাকালীন পূজায় নিয়োজিত  অবস্থায় সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানাধীন  নাটিয়াবাড়ী বাজারে। ভুক্তোভোগী মনোরমা সুত্রধর ঘটনার দিন ২০শে জুন (মঙ্গলবার) সন্ধায় অনুষ্ঠিত রথ যাত্রা শেষে বাড়ী ফিরে  সন্ধ্যাকালীন পূজার কাজে নিয়োজিত ছিলেন বলে তাঁর প্রতিবেশীরা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ১০ বছর পুর্বে তার স্বামী মারা যাওয়ায় ও জীবিকার তাগিদে ৩ সন্তান বাহিরে থাকায় তিনি একাই গ্রামের বাড়িতে বসবাস করতেন। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারনা করা হচ্ছে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। 

এদিকে তাৎখনিক  ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ( সুজানগর - আমিনপুর সার্কেল) রবিউল ইসলাম,  আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন। এ সময় তারা অতিদ্রুত হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের  আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।