lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-16T09:30:04Z
মিডিয়া

পঞ্চগড়ে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Advertisement

আছমা আক্তার আখি পঞ্চগড় প্রতিনিধি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টার সময় পঞ্চগড় শেরে-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন পঞ্চগড়ের বিভিন্ন ইউনিটের সাংবাদিকরা।

জানাযায় বকশীগঞ্জ উপজেলা সাধুপাড়া গ্রামের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও ইউপি চেয়ারম্যান, দুর্নীতিবাজ সন্ত্রাসী মাহমুদুর আলম বাবু, এর অপকর্মের সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী চেয়ারম্যান পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে গোলাম রব্বানী নাদিম কে রাস্তা রোধ করে আটকিয়ে এলোপাতারি মারপিট করে একপর্যায়ে স্থানীয়রা নাদিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারোই প্রতিবাদে পঞ্চগড়ে শুক্রবার সকাল ১১ টার সময় শেরে-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন সমাবেশ করেন। 

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শফিউল আলম, বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজালাল, উপস্থিত ছিলেন পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোতা মিয়া, ও সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, উপস্থিত ছিলেন  ৭১ টেলিভিশন এর পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সরকার হায়দার, সময় টেলিভিশন প্রতিনিধি আব্দুর রহিম, ক্যামেরা পার্সন মনির হোসেন, সহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ। 

এ সময় তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মূল হোতাকে আইনের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে হবে তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।