lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ জুন, ২০২৩
Last Updated 2023-06-21T14:03:01Z
জেলার সংবাদ

দোয়ারাবাজারের সুরমা নদী থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

Advertisement

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে মাইন উদ্দিন (১৬) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) বিকেলে  দোয়ারাবাজার সদরের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশ  উদ্ধার করা হয়।নিহত মাইন উদ্দিন (১৬) উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের - মৃত নূরুল ইসলাম'র ছেলে।

 স্থানীয় সূত্রে জানা-যায়,নিহত মাইন উদ্দিন বাকপ্রতিবন্ধী  ছিলেন। বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের কাজ করতেন ও বাজারেই বসবাস  ছিলো তার। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত। গত ১৯ জুন বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা যায়।

পুলিশ জানায়,বুধবার দুপুরে স্থানীয়রা সুরমা নদীর  পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে দোয়ারাবাজার থানায় খবর দেন ।খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দোয়ারাবাজার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর  মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে  বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।