lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ মে, ২০২৩
Last Updated 2023-05-06T16:25:20Z
জেলার সংবাদ

পঞ্চগড় জেলা ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির আয়োজনে বনভোজন

Advertisement

 পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতি রেজি: নং রাজ ৩০৮৮ পঞ্চগড় তেতুঁলিয়া ট্রাক টার্মিনাল এর  সাবেক পঞ্চগড় জেলা মটর মালিক সমিতির মোট সদস্য ২৬১ জন মালিক, যার মধ্যে ট্রাক মালিক সমিতির সদস্য ১৫৯ জন হিস্যা অনুযায়ী  এই সম্পত্তির মালিক। কিন্তু ভাবার বিষয় তেতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার রেজি নং ৩০৮৮ এর  নিজস্ব সম্পত্তি দীর্ঘদিন যাবত জোরপূর্বক অবৈধভাবে  দখল করে ভোগ করছেন পঞ্চগড় তেতুলিয়া ও বাংলাবান্ধা বাস মিনিবাস কোর্চ মাইক্রোবাস সংগঠনের একশ্রেণীর নেতা কর্মীরা। শুধু তাই নয় সংগঠনের নীতিমালা ভঙ্গ করে তারা তাদের  ইচ্ছামত কোন নোটিশ ছাড়াই রেজি নং রাজ ৩০৮৮  সংগঠনের ব্যক্তিদেরকে ছাঁটাই করে নিজের আয়ত্তে এনে কোটি  টাকার সম্পত্তি ভোগ করার পাঁয়তারা করছিল। 

এমন তো অবস্থায় ৩০৮৮ জেলা  মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুনুল রশিদ লায়ন এর প্রচেষ্টায় আজ শনিবার পঞ্চগড় জেলা মালিক সমিতির পক্ষ থেকে প্রায় চার শতাধিক বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তেতুলিয়া ও বাংলাবান্ধা সংগঠনের নিজ সম্পত্তির দাবিতে রেজি নংরাজ ৩০৮৮ এর সাইনবোর্ড উত্তোলন করে অবৈধ দখলদারদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে, বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।  

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার ট্রাক, ট্যাংকলড়ী কাভার্ডভ্যান  মালিক সমিতির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লায়ন,আরো উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ কুদর -ই- খোদা মিলন,উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ শাহিন রেজা মিয়া, উপস্থিত ছিলেন বাস মিনি বাস কোচ মাইক্রোবাস এর পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ইসলাম প্রমুখ।