lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
Last Updated 2023-05-04T13:38:13Z
অপরাধ

সিরাজগঞ্জে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ আটক ২

Advertisement

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি 

মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।

আটকরা হলো, রাজশাহী জেলার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব (২৬) এই জেলার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে আলিফ হোসেন আরিফ (৩২),

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকায় ডিবি পুলিশের এস.আই মো.জুলহাজ উদ্দীন এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারী সামিউল ইসলাম সজিবের কাছ থেকে ১ হাজার ৮শ পিস এবং আলিফ হোসেন আরিফের নিকট থেকে ৫শ সর্বমোট ২ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করাহয়েছে।