lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
Last Updated 2023-05-04T14:59:12Z
দুর্ঘটনা

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় নিহত দুই

Advertisement
নিজস্ব প্রতিবেদক: 

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার  দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের মোবারকপুর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মোটর সাইকলের চালক হামিদুল ইসলাম (৪০)  ও আরোহী শুসান্ত রায়ের (৪২) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করছিলো। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশে ছিটকে পড়ে। এতে দুজনের মাথা ফেটে ও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচর্জ নুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 

নিহত হামিদুল ইসলাম কুড়িগ্রামের উলীপুর উপজেলার মুসলিম পাড়ারর মনছের আলীর ছেলে এবং শুশান্ত নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে।