Advertisement
মোঃ মোরসালিন গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম মইলাকান্দা কাওড়াইতও শাহবাজপুর গ্রামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে অভিযানে ছিলেন ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের মধ্যে রয়েছেন ১,দুলাল মিয়া (৫৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর অধীনে তাকে ১০০০ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ২, মোঃ আজিজ (৬০) কে ৫০০ টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।৩, নিখিল রবিদাস (৬০)কে ৫০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়