lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T11:39:25Z
জেলার সংবাদ

নওগাঁয় ন্যাশনাল মডেল স্কুলের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Advertisement

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর স্বনাম ধন্য ন্যাশনাল মডেল স্কুলের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা  ও বার্ষিক ক্রীড়া ও মেধা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ মে) ন্যাশনাল মডেল স্কুল, উকিলপাড়া, নওগাঁর আয়োজনে শিক্ষার্থী অবিভাবক সহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের উপস্থিতিতে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল মডেল স্কুলের সভাপতি মোঃ রায়হান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ন্যাশনাল মডেল স্কুলের উপদেষ্টা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, ন্যাশনাল মডেল স্কুলের উপদেষ্টা শাহেদুজ্জামান সুইট, সুশাসনের জন্য নাগরিক সুজন, নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, প্র্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান (রিজভী),অধ্যক্ষ মো. আব্দুর রহমান, প্রভাষক আবু রেজা প্রভাষক মো. আব্দুস সালাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ন্যাশনাল মডেল স্কুল নওগাঁর পরিচালক মোঃসহিদ প্রামানিক। শেষে ন্যাশনাল মডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।