lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T12:06:51Z
জেলার সংবাদ

কুবি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন গুচ্ছের বি ইউনিট পরীক্ষা

Advertisement

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ১০ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০শে মে ) দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু এবং সমাপ্তি হয় ১ টায়। 

কেন্দ্রগুলো পরিদর্শনকালে দেখা যায়, সুষ্ঠভাবে  পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলো পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসিয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস দেখা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা  পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।

মোহাম্মদ শিহাব নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষা হলে কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হয়নি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে সাধারণ জ্ঞান প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে।’  

 

জান্নাতুল আফসারা আনিকা নামে এক পরীক্ষার্থী বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিলো। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইংরেজি ও বাংলা সহজ ছিলো কিন্তু জিকে প্রশ্নটা কঠিন ছিলো।

কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ' আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আর কত শতাংশ পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসেছে সেটা আরও কিছু সময় পর বলা যাবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, 'আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।