lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ মে, ২০২৩
Last Updated 2023-05-06T13:55:05Z
আইন ও আদালত

সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করণে ভ্রাম্যমাণ অভিযান

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর ইউনিয়ন ধলিরকান্দি গ্রামে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করণের লক্ষ্যে ৬ মে (শনিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি পয়েন্টে অভিযান পরিচালনা করেছেন সারিয়াকান্দি ইউএনও (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। 

এসময় তিনি সংবাদ কর্মীদের জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ করণের লক্ষ্যে অভিযানে নেমেছি। বালু বিক্রির সাথে জড়িত এমন কাউকে পাওয়া যায়নি, তাই এখানে জরিমানা করা বা কাউকে ধরা সম্ভব হয় নি। তবে লাল পতাকার মাধ্যমে অবৈধ বালুর পয়েন্ট সিলগালা করা হয়েছে। বালু মেপে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, এস আই হোসেন আলী, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আদালত সহকারী আব্দুর রাজ্জাক সহ পুলিশ সদস্য, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রমুখ।