lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৫ মে, ২০২৩
Last Updated 2023-05-05T11:34:58Z
জাতীয়

আটোয়ারীতে ভারতীয় ধানের বীজ উদ্ধার, চার দিনে মামলা হয়নি এখনো

Advertisement

এম এ সালাম মুর্শেদী,(পঞ্চগড়)বিশেষ প্রতিনিধিঃ  

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ ভারতীয় ধানের বীজ উদ্ধার করা হয়েছিল চলতি মাসেই। আটোয়ারী উপজেলা প্রশাসন গত সোমবার ২ মে গভীর রাতে ফকিরগঞ্জ বাজারে ওই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ধানের বীজ উদ্ধার করেন। 

পরের দিন মঙ্গলবারও অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানা যায়। অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছিলেন উপজেলা প্রশাসন। কিন্তু অভিযান পরিচালনা এবং প্রায় পাঁচ লক্ষ টাকা বাজার মূল্যের ১১১ টি অবৈধ ভারতীয় ধানের বীজ জব্দের চার দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন মামলা বা অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়। তাই কৃষকসহ হতাশায় পড়েছেন সাধারণ মানুষ। 

তাঁরা বলছেন নিশ্চয়ই কোন অজানা রহস্যের কারণে এখনো ওইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়না। কৃষি প্রধান দেশে এমন অসাধু ও অর্থলোভীদের জন্য কৃষি খাত আজ বিপর্যস্থ। কৃষকদের বাঁচাতে হলে ওই সব অসাধু ব্যবসায়ীদের সমূলে নির্মূল করতে হবে। 

এনিয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'এর সাথে কথা বললে তিনি জানান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার কাছে জব্দকৃত ভারতীয় ধানের বীজগুলোর বিষয়ে অভিহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। 

আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বলেছিলেন, ভারতীয় মোড়কে ধানের বীজগুলো আমদানি করা হয়েছে কিনা, কিভাবে আনা হয়েছে তা আমাদের এখনও কাগজপত্র দেখানল হয়নি। বৈধ কাগজপত্র না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন তিনি। প্রতিবেদন তৈরির সময় তিনি জানান, আনিসুর রহমানে বিরুদ্ধে কোন মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোন এখতিয়ার তিনার নেই। কারণ, সব কিছুই নাকি জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার আওতাধীন এবং তিনারাই বীজ সংক্রান্ত সব বিষয়গুলো দেখেন। অভিযুক্ত ওই ব্যবসায়ী বীজ আমদানির সঠিক কাগজ পত্র দেখাতে পেড়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর তিনি জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।

সার্বিক বিষয়ে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা'র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য যে, স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিমের নেতৃত্বে গত সোমবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের মালিক আনিসুর রহমান লেবু'র বাড়ি, দোকান ও কয়েকটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ১১১ টি ধানের বীজের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ভারতীয় মোড়কে ৮ প্যাকেট করে মোট ৫৮৪ টি প্যাকেট বীজ জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ৬ কেজি করে বীজ। 

অপরদিকে, অন্য ৩৮ টি বস্তায় ৩৮ মন বীজ ছিল। যার আনুমানিক বাজাট মুল্য ধরা হয়েছিল প্রায় পাঁচ লাখ টাকা।