lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T12:21:15Z
জেলার সংবাদ

মান্দায় কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় রান্নাঘর থেকে লাগা আগুনে পুড়ে গেছে কৃষকের একটি বসতবাড়ি। আজ শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা পশ্চিমপাড়া গ্রামে আজিজুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কৃষক আজিজুর রহমানের স্ত্রী জাহানারা বেগম চুলায় রান্না তুলে দিয়ে বাড়ির বাইরে গরুকে খাওয়াতে যান। এসময় চুলার পাশের খড়িতে আগুন লেগে রান্নাঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো বাড়িই পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক আজিজুর রহমান বলেন, আগুনে ঘরের তালাতে থাকা চার বিষা জমির বোরো ধানসহ তিনটি বসতঘর, রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোহাম্মদ নূর-নবী বলেন, ঘটনাস্থলে পৌঁছার কোনো রাস্তা ছিল না। রাস্তার পাশে থাকা কয়েকটি গাছ কেটে সেখানে পৌঁছানোর আগেই বসতবাড়িটি পুড়ে গেছে। 

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল