lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৫ মে, ২০২৩
Last Updated 2023-05-05T08:46:39Z
আইন ও অপরাধ

ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ

Advertisement

মোঃ বাবুল রানা; ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া ৪নং ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাবেয়া নামে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী রাবেয়া সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন।

তাঁর দাবি, একই এলাকার ফরিদ ও তাঁর স্ত্রী নিরু বেগম তাঁর ক্রয়কৃত সম্পত্তি অন্যত্রে বিক্রি করতে চাইলে ফরিদ ও  নিরু বেগম তাকে মারধর করে এবং জমি বিক্রিতে বাঁধা দেয়। একপর্যায়ে রাবেয়াকে ওই জমি থেকে উঠিয়ে দিয়ে জবরদখল করার চেষ্টা করে। তাকে জমিনের কাছে গেলে জবাই করে হত্যা করারও হুমকি দেয়া হয়।

এসবের প্রতিবাদ করলে ফরিদ ও নিরু বেগম স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে রাবেয়াকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে তাঁর ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তাকে খারাপভাবে উপস্থাপন করা হয়।

তবে এ ঘটনাটি অস্বীকার করছেন অভিযুক্তরা।বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে অথবা রাবেয়া মামলা করলে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে।