lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
Last Updated 2023-05-04T17:09:18Z
অপরাধ

ভোলায় ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

Advertisement

ইউসুফ হোসেন নিরব 

ভোলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক করেছেন গোয়েন্দা শাখা (ডিবি) এর চৌকস টিম।

ঘটনার বিবরনে জানা যায়। গত ৩/৫/২০২৩ বুধবার বিকাল ৪: ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর নির্দেশন অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) এর  একটি চৌকস টিমভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দড়িরাম সংকর ৫নং ওয়ার্ডের শেখ ফরিদের ছেলে মোঃ রমজান আলী রনির বসতঘর হইতে মোছাঃ জেসমিন আক্তার (২৫) এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোন সহ আটক করেন।

স্থানীয়রা জানিয়েছেন মোছাঃ জেসমিন দীর্ঘদিন এলাকার বিভিন্ন সময়ে অবৈধ ইয়াবা গাঁজা  ও নারীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকতেন।

স্থানীয়রা আরো বলেন,জেসমিন ও জেসমিনের স্বামীর ভয়তে এলাকায় কেউ কথা বলতে পারে না। এদের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে।

আর বলেই কি হবে এরাতো প্রতি মাসেই জেল খেটে বের হয়। জেল ও কোটকাচারি এদের নিত্যদিনের সঙ্গী। এদের বিরুদ্ধে কোন কথা না বলাই ভালো।

 উক্ত মোসাঃ জেসমিন আক্তার এর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।