Advertisement
হাফছা খাতুন স্টাফ রিপোর্টারঃ-
বজ্রপাত প্রতিরোধে তালগাছ অপরিসীম ভূমিকা রাখে।প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত ঠেকাতে নন্দীগ্রামে তালের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
অদ্য সোমবার (৩০মে) নন্দীগ্রামের পৌরসভাধীন ঢাকুইর মোড় হইতে নামুইট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় ৪০০ টি তালের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত,উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ,উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু সহ আরো অনেকে।
উক্ত চারা রোপণ কর্মসূচিতে বক্তারা বলেন,বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ শতাধিক মানুষ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ভয়াবহতায় প্রাণ হারাচ্ছেন।
এই বজ্রপাতের ভয়াবহতা কে বিবেচনা করে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করেছে সরকার।ইতিমধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামে তাল গাছ রোপন করে বজ্রপাত প্রতিরোধে অনেকটা সফল হয়েছে।
এছাড়াও তালগাছ দীর্ঘজীবী হওয়ায় এর প্রয়োজনীয়তা বিরাজমান।
সৌখিন আসবাবপত্র গঠনের ক্ষেত্রেই তাল গাছের পাতার ব্যাবহার অপরিহার্য,তাল পাখা গ্রাম বাংলার ঐতিহ্য কে ফুটিয়ে তোলে এই তাল পাখা তৈরি করা হয় তাল গাছের পাতা থেকে।
তেমনি রাস্তার দুপাশে তাল গাছের সারিবদ্ধ দাঁড়িয়ে থাকার দৃশ্যও মনোরম লাগে।
তাই এই তাল গাছের চারাগুলোকে বেড়ে উঠতে সহোযোগিতা করার জন্য এলাকাবাসীর কাছে উদাত্তস্বরে আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।