Advertisement
নিজস্ব প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে রোজিনা ( ২৩) নামে স্বামী পরিত্যক্তা এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী রোজিনা এই এলাকার শাবান আলীর মেয়ে। মাদারগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, আড়াই বছর আগে পাশের উপজেলা ইসলামপুরে বিয়ে হয় রোজিনার। মানসিক সমস্যা থাকায় বিয়ের ৬ মাস পর স্বামী তাকে তালাকা দেয়। স্বামী তালাকের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন রোজিনা। আজ ঘটনার সময় রোজিনার নিজ ঘরে তার ৮ বছর বয়সী ভাতিজা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির সকলকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত লাশ দাফনের অনুমতি দেয় থানা পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আবুল কাশেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মেয়েটির মাথায় সমস্যা থাকায় বিয়ের ৬ মাস পর তার স্বামী তাকে তালাক দেয়। কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।