lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ মে, ২০২৩
Last Updated 2023-05-31T13:21:44Z
জেলার সংবাদ

বগুড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তামাক নয়-খাদ্য ফলান” শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।

৩১ মে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বনার্ঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে অতিরক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীনেশ সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদ রাজিউর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক ময়নুল হাসান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার আহম্মেদ প্রমুখ।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসুচি পালিত হয়েছে।