lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৫ মে, ২০২৩
Last Updated 2023-05-05T09:48:51Z
অপরাধ

সালথায় একই রাতে তিন বাড়িতে চারটি মোবাইল ফোন চুরি

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় একই রাতে তিন বাড়িতে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এসময় তিন বাড়ি থেকে ৪টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া মোবাইলের মালিক সমির কুমার বিশ্বাস বলেন, আমি গতকাল রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে আসি। রাতের খাবার খেয়ে জানালার কাছে ফোন রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে অনেক খোঁজাখুঁজি করে ফোন না পেয়ে তখন তিনি বুঝতে পারি মোবাইল কেউ নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমার ও আমার স্ত্রীর মোট দুটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছে। আজ দুটি ফোনের কাগজপত্র দিয়ে সালথা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। 

অন্য দিকে অচিন্ত বিশ্বাস বলেন, প্রচন্ড গরমে জানালা খোলা রেখে আমার ছেলে  ঘুমিয়ে ছিলো রাত তিনটার দিকে ঘুম ভাঙ্গলে পাশে দেখে মোবাইল নাই আজ সকালে থানায় একটি জিডি করা হয়েছে। আমার পাশের বাড়ি আরেক জনের বাটন মোবাইল চুরি হয়েছে বলে আমি জানতে পেরেছি। 

সালথা থানার সহকারী উপপরিদর্শক এ এস আই রবিন মজুমদার বলেন, আজ সকালে দুই জন ব্যক্তি সাধারণ ডাইরি জিডি করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।