lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ মে, ২০২৩
Last Updated 2023-05-31T13:41:37Z
জেলার সংবাদ

সদরপুরে মাটি চাপায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

Advertisement

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে মাটি চাপায় তিন জনের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারিরহাট এলাকার জুমাদ্দার ডাঙ্গি গ্রামে। 

এসময় অপর একজনকে  ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সদরপুর ফায়ার সার্ভিস এর ফায়ার ফাইটার মো. মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল ১১ টার দিকে জুমাদ্দার ডাঙ্গি গ্রামে একটি ব্রীজের নির্মাণ কাজে মাটি খুড়াঁর সময় পাশের মাটি ধসে পরে তিন তিন নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

ওই ইউনিয়নের ইউপি' চেয়ারম্যান শেখ গোলাম কাউছার বলেন, আমি বর্তমানে রাজশাহীতে আছি। তবে, ব্রীজের কাজে তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। 

খবর পেয়ে, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়েছেন বলে তিনি জানান।

নিহতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মোঃ অন্তর (২০), কুজুরদিয়া এলাকার জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মোঃ জাবের(২৮)।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।