lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T11:48:15Z
মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Advertisement

মাহতাবুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সামনে ২১ মে রবিবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাধ্যমিক শিক্ষকগন মানববন্ধন করেন। দক্ষিণ রাওঘা নূর আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামছুল আলমের বিরুদ্ধে গত ১ মার্চ ২০২৩ তারিখ দক্ষিণ রাওঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ জিয়াউল হকের মামলার প্রতিবাদে আজ রবিবার দুপুর ২ টায় আমতলী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার শিক্ষকগণ মানববন্ধন করেন। 

মানববন্ধনে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া সহ আমতলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত শিক্ষকরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য প্রদান করেন। 

ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন, আমার বিরুদ্ধে যারা মামলা করেছে তারা সন্ত্রাসী প্রকৃতির লোক, স্কুলের ম্যানেজিং কমিটি তাদের ইশারায় চলবে এমন করে  গঠনের লক্ষ্যে চেষ্টা করলে আমি তাতে বাধা দেই আর তাতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে এবং আমার নামে মিথ্যা মামলা দেয়। পূর্বেও তারা আমার বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেছে। 

বাংলাদেশ শিক্ষক সমিতির আমতলী উপজেলা শাখার সভাপতি গাজী মোঃ গোলাম ফারুক বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে এভাবে হেনস্থা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। 

মানববন্ধন শেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর কাছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।