lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ মে, ২০২৩
Last Updated 2023-05-31T05:59:56Z
আইন ও অপরাধ

বগুড়ার আলোচিত নাহিদ হত্যা মামলার ৫ আসামি পুঠিয়ায় গ্রেফতার

Advertisement


 

বগুড়া জেলা প্রতিনিধি:-বগুড়ার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হাসান হত্যাকান্ডের মূলহোতা রবিনসহ আরো ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ভোররাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গন্ড গোহাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের মালগ্রাম এলাকার মঞ্জু কসাইয়ের ছেলে প্রধান আসামি রবিন (২৬) ও তার ভাই রমেদ (২৪) মালগ্রামের ফেরদৌসের ছেলে কাঞ্চা (২৩) একই এলাকার নিলুর ছেলে জুম্মন (২২) ও সেউজগাড়ি এলাকার মৃত রেজাউর করিমের ছেলে সাব্বির (২৪)।


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গন্ড গোহাইল গ্রামে মেহেদী হাসানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। বগুড়ায় নাহিদকে হত্যাকান্ডের পর তারা পুঠিয়ায় ওই গ্রামে এসে মেহেদীর বাড়িতে আত্মগোপন করেছিল। তিনি জানান, আসামিদের গ্রেফতার করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। তারা আসলে দাপ্তরিক প্রক্রিয়া শেষে আসামিদের হস্তান্তর করা হবে।

নাহিদ মামলার তদন্ত কর্মকর্তা স্টেডিয়াম ফাঁড়ির অফিসার ইনচার্জ হরিদাস বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের মালগ্রামে পৌর স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ পর্যন্ত এই ৫ আসামিসহ এ মামলায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এখন আরো ৪ আসামি পলাতক রয়েছে