lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-28T13:49:50Z
জেলার সংবাদ

মাদারগঞ্জে মডেল থানার আয়োজনে ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে সচেতনতামূলক আলোচনা

Advertisement

 

নিজস্ব প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইক,সিএনজি ও মাইক্রো চালকদের  মাঝে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মডেল থানার আয়োজনে   শহরের সিএনজি স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ মাইক্রো পার্কিং এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার  স্বজল কুমার সরকার। জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে ও মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক, পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন,জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার,মাইক্রো মালিক সমিতির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চলের ইজিবাইক ও সিএনজি  চালকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গগত, সাম্প্রতিক সময়ে মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়িতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে চালক ও মালিকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মডেল থানার এই আলোচনা সভা।