lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-28T13:47:38Z
আইন ও আদালত

বগুড়া আদমদীঘিতে দুই মাদক সেবির ৩ মাসের কারাদণ্ড

Advertisement


 

হেদায়েতুল নয়ন, স্টাফ  রিপোর্টারঃবগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা তাদের সাজা প্রদান করেন। 


দণ্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির মন্টু প্রসাদ গুপ্তের ছেলে নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডের এলাকায় একটি বাড়ির কক্ষে বসে হেরোইন সেবনকালে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দুই হেরোইন সেবীর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন দণ্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল থাকে।