lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-25T04:54:22Z
অর্থনীতি।জেলার সংবাদ

সালথায় বিকাশ লোড এ্যন্ড ভ্যরাইটিজ ষ্টোরে চুরি

Advertisement

 

বিধান মন্ডল,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলা গট্টি ইউনিয়নের জয়ঝাপ বাজারে ২৪ ফ্রেবুয়ারী শুক্রবার দিবাগত রাতে মোঃ মিজানুর তালুকদারের বিকাশ লোড ও ভ্যারাইটিজ ষ্টোরে

এবং মোঃ মজিবুর মোল্লার, মোল্লা ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারী টিন কাটার কাঁটারি দিয়ে দু'টি দোকানের মাঝ বরাবর চালের টিন কেটে উভয় দোকানে প্রবেশ করে, নগদ টাকা, প্রয়োজনীয় ডিভাইস, মোবাইল, মোবাইল সামগ্রী, কয়েক কাটুন সিগারেট, ভোজ্য তেলের কাটুন, ডিটারজেন্ট পাউডার- সাবান, চাউল, অটোভ্যানের সামগ্রিক মালামাল, প্রসাধনী সামগ্রী সহ মূল্যবান সামগ্রী চুরি হয়।

দু'টি দোকানের আনুমানিক ৩/৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাযায়। 

মোঃ মজিবুর মোল্লা জানান, তার দোকানে রাখা নগদ টাকা, অটোভ্যানের যাবতীয় মালামাল চাউল সহ অনান্য মালামাল চুরি হয়েছে। 

মোঃ মিজানুর তালুকদার বলেন, গত দু'দিন আগে ২ ডোপ সিগারেট রাখি, এছাড়াও আগের কিছু গোল্ড লিভ, বেনসন সিগারেট সহ প্রায় ৩ ডোপ সিগারেট দোকানে ছিল, বিকাশের কিছু মোবাইল, মোবাইল সামগ্রী, দামী প্রসাধনী, ভোজ্য তেলের কাটুন, সাবান-ডিটারজেন্ট পাউডারের কয়েক বস্তা সহ নগদ টাকা চুরি হয়।

এলাকার সাধারণ জনগণ বলেন, জয়ঝাপ বাজারের মধ্যে এ-ই দুটো দোকানে বেশি মালামাল থাকে, গত রাতে চালের টিন কেটে এই দোকান দুটি চুরি হয়েছে।