lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-24T17:08:28Z
রাজনীতি

আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় বিএনপির যুগ্ম আহব্বায়ক

Advertisement

 

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচনে ভোট গ্রহণ হবে ১৬ মার্চ, তারই ধারাবাহিকতায় জোড়ালো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বড় দুই দলের মধ্যে বিএনপি নির্বাচনে কোন প্রার্থী দেয়নি এবং আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আমতলী উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী এম এ কাদের। এম এ কাদের তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবার সফল হয়েছেন বলে দাবি অনেকের। ২২ ফেব্রুয়ারি তিনি আমতলী পৌরসভার ০৩ নং ওয়ার্ডে প্রচারণায় গেলে তার সাথে যোগ দেন আমতলী পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক মো: রুহুল আমিন টিপু। এব্যাপারে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলে বিএনপি মাঠে নেই তাই বিএনপির কিছু নেতা নির্বাচনী সময়ের ফায়দা তুলতে  আওয়ামী লীগের সাথে নামছে। তাদের মতে এরকম করলে পকেটও ভরে আর পিঠও বাঁচে।

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জি এম ওসমানী হাসান কে প্রশ্ন করা হয় স্থানীয় ভাবে ব্যক্তির পক্ষে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করছে কিনা? উত্তরে তিনি জানান সুবিধা প্রাপ্তির জন্য যে যার সাথে থাকতে পারে এটা তার বিষয়। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতীয়তাবাদী নেতা বলেন আমতলীতে বিএনপির কমিটি দেয়ার পর কমিটি বানিজ্যের কথা সামনে আসলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ফিরোজ উজ জামান মামুন মোল্লার বিরুদ্ধে ঝাড়ু মিছিল দেয়া হয় তার ফলশ্রুতিতে এক মাসের মাথায় নতুন কমিটি দেয়া হলেও রুহুল আমিন টিপু সহ কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক আগে থেকেই ছিল কিন্তু জেলা বিএনপি কোন অজ্ঞাত কারনে তাদের বিষয় আমলে নেয়না তা জানিনা।

এ বিষয় আমতলী উপজেলা বিএনপির আহব্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন  বিষয়টি জেনে তাকে ডেকে জিজ্ঞেস করেছি তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেননি বলে জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে আমি দলের এবং দলের সিদ্ধান্তের প্রতি অনুগত। 

বরগুনা জেলা বিএনপির আহব্বায়ক ফারুক মোল্লা বলেন এ বিষয়টি আমি জানিনা এই ধরনের কোন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিকভাবে বিধিগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক মাওলানা শামীম আহমেদ লন্ডন থেকে ম্যাসেঞ্জারে যুক্ত হয়ে বলেন যারা নিজের সুবিধামত দল করে দলকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়ে প্রকৃত কর্মীদের হাতে দলকে তুলে দিতে হবে। 

আমতলী পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক রুহুল আমিন টিপু বলেন আমি আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন করবো। তাই সবার সাথে সুসম্পর্ক রাখতে হচ্ছে। আমি নামাজ পড়ে নেমে দেখি আওয়ামী লীগ প্রার্থী এম এ কাদের চাচা প্রচারণায় আসছে। তিনি আমাকে দেখে ডাকলে আমি তার সাথে কথা বলি এবং সৌজন্যতার জন্য কিছু পথ তার সাথে হাটি। তবে আমি তার পক্ষে কোন প্রচারণা করি নাই।