lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-11T14:31:40Z
শিক্ষা

পাবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টার যোগদান

Advertisement


নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। 

শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে তিনি যোগদান করেন।

যোগদানকালে সহকারী পরিচালকবৃন্দ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় তারা নতুন পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর সাড়ে ১০টার দিকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক তার সঙ্গে থাকা  সহকারী পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়ে'  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় নতুন পরিচালক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।