lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-11T14:13:34Z
রাজনীতি

বাগমারায় বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ-রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের বানইল বাজারে এ শাস্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।


উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠানে ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবু ।


শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক এমপি ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ , বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন , গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ এনামুল হক , গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক আবু সাঈদ , ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বুলবুল প্রমুখ ।


 বিএনপি জামাতের দেশবিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ , যুবলীগ , কৃষক লীগ , মহিলা লীগ সহ  আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।