lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-09T15:37:20Z
ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলে ব্যতিক্রমী ঘোড়া সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে

Advertisement


 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:-৯ ফেব্রুয়ারি উপজেলার নাটুয়ারপাড়া হাটে কাজিপুর  প্রাণী সম্পদ  দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনে চরাঞ্চলের প্রায় ২ শতাধিক ঘোড়ার মালিক তাদের ঘোড়া ও গাড়ি নিয়ে অংশ গ্রহন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ড.মোঃ নজরুল ইসলাম।,

বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের টেনিং অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান,কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃমোঃ দিদারুল ইসলাম,সিরাজগঞ্জ সদর প্রাণী সম্পদ দপ্তরের ভেরিনারী সার্জন ডাঃ আশিষ কুমার দেবনাথ নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন সহ প্রমুখ।


এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান সহ  স্থানীয় জনপ্রতিনিধি ও ঘোড়ার গাড়ির চালক মালিকরা উপস্থিত ছিলেন।পরে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে চরের জাহাজ খ্যাত ঘোড়ার ফ্রি ঔষধপত্র সহ চিকিৎসা সেবা দেয়া হয়।

কাজিপুর প্রাণী সম্পদ বিভাগের ডাক্তার দিদারুল আহসান জানান,কাজিপুরের চরাঞ্চলের ৬ ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচ শতাধিক ঘোড়া ও গাড়ি রয়েছে। এর মাধ্যমে চরাঞ্চলের সব ধরনের পণ্য পরিবহন করা হয়। যার মাধ্যমের এর চালকদের পরিবার পরিজন চলে। অনুষ্ঠানে এখন থেকে প্রাণী সম্পদ বিভাগ থেকে এসব ঘোড়ার বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সহ সেবা দেয়া হবে।